এসআই আর আতঙ্কের মাঝে আবার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করলো বিএসএফ
সাহেবগঞ্জ: এসআই আর আতঙ্কের মাঝে আবার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করলো বিএসএফ। বিএসএফের ১৬২ ব্যাটালিয়নের সাহেবগঞ্জ দলবাড়ি বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত জওয়ানরা সীমান্তে প্রহরা দেবার সময় এই ৩ বাংলাদেশি সহ মোট পাঁচজনকে আটক করে। তারা দুইজন ভারতীয় নাগরিকের সাহায্যে সীমান্ত পার করার চেষ্টা করছিল। আর সেই সময় তাদের বিএফ হাতেনাতে ধরে। তাদের কাছ থেকে অবৈধ ভারতীয় পরিচয় পত্র টাকা সহ বেশ কিছু জিনিস বিএসএফ বাজেয়াপ্ত করেছে। পরবর্তীতে তাদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালত বাংলাদেশী ৩ নাগরিককে ১৪দিনের জেল হেফাজত ও দুই ভারতীয় যারা সীমান্ত পারাপারে সাহায্য করেছিল তাদের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
