আড়াইশো আসনে জিতে ফের সরকার গড়ার দাবি! বিজেপি ৩০ আসনও পাবে না, দাবি দার্জিলিং জেলা TMC চেয়ারম্যান সঞ্জয় তিব্রবলের
শিলিগুড়িঃ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আড়াইশো আসনে জিতে পুনরায় সরকার গঠন করতে চলেছে। ভারতীয় জনতা পার্টি (BJP) ৩০টির বেশি আসন জিততে পারবে না— এমনই মন্তব্য করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তিব্রবল।
পাথরঘাটা অঞ্চল অন্তর্গত বানিয়াখারী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ‘ভোট রক্ষা শিবির’ পরিদর্শনে এসে রবিবার এই মন্তব্য করেন তিনি।
গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষকে এসআইআর (SIR) নিয়ে আতঙ্কের মধ্যে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ফর্ম ফিলআপ থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করার লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে ‘ভোট রক্ষা শিবির’ করা হচ্ছে।
সেই মতোই এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তিব্রবল পাথরঘাটা অঞ্চল অন্তর্গত বানিয়াখারি তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত ভোট রক্ষা শিবির পরিদর্শনে যান। তিনি সেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং শিবিরের সার্বিক দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তিব্রবল বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আড়াইশো আসনে জিতে পুনরায় সরকার গড়তে চলেছে। বিজেপি ৩০টাও আসন জিততে পারবে না। এর পাশাপাশি বিজেপি-কে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “মাঠে ঘাটে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে। বিজেপি নেতাদের শুধুই ভোটের সময় দেখা যায়।
পাথরঘাটা অঞ্চল সভাপতি ভূপেন সিংহ জানান যে সর্বস্তরের মানুষের সাহায্যে এই ভোট রক্ষা শিবির গড়ে তোলা হয়েছে।
এদিনের শিবিরে সঞ্জয় তিব্রবল ছাড়াও উপস্থিত ছিলেন মাটিগাড়া ব্লক-২ এর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রফুল্ল বর্মন এবং পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ভূপেন সিংহ।
