বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন ছোট চার চাকা একটি লড়ি
আব্দুল ওহাব ,গাজোল, ১ডিসেম্বর: বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন ছোট চার চাকা একটি লড়ি । ছোট লড়ি গাড়িটির চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। এদিন সোমবার সাত সকালে ঘটনাটি ঘটে গাজোলের আহরা ১২ নং জাতীয় সড়কের উপর । জানা যায় ছোট চার চাকার লরিটি কালিয়াগঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছিলেন খোল বোঝাই করে । যাওয়ার পথে মালদার গাজোলের আহোড়া ১২ নং জাতীয় সড়কে ছোট লরিটির পিছনের চাকা বাস্ট হয়ে ১২ নং জাতীয় সড়কের মাঝখানে উল্টে যান। জানা যায় গাড়িতে ড্রাইভার একাই ছিলেন। হতাহতের তেমন কোন খবর নেই। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ি চালক।
