নির্বাচনী তালিকায় বিরূপ তথ্য – পশ্চিমবঙ্গে ২২০৮ বুথে মৃত ও স্থানান্তরিত ভোটার নেই, তদন্ত দাবি নিশীথের

দিনহাটা,০২ডিসেম্বরঃ জ্যের নির্বাচনী তালিকা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের (ECI) সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট ২২টি জেলার ২২০৮টি বুথে কোনো মৃত অথবা স্থানান্তরিত ভোটারের নাম তালিকায় নেই বলে চিহ্নিত হয়েছে। এই অভূতপূর্ব পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে কঠোর তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশিষ্ট বিজেপি নেতা নিশীথ প্রামাণিক।

নির্বাচন কমিশনের নিয়মিত সংস্কার প্রক্রিয়ার (SSR) আওতায় পাওয়া তথ্য বলছে, রাজ্যের এই ২২০৮টি বুথের ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তি বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলতে গেলে শূন্যের কোটায়। সাধারণত প্রতি বুথে বছরখানেক অন্তর কিছু না কিছু পরিবর্তন (মৃত্যু বা স্থানান্তর) রেকর্ড হয়। কিন্তু এই বিপুল সংখ্যক বুথে শূন্য পরিবর্তন একটি অস্বাভাবিক পরিস্থিতি নির্দেশ করে।

এই পরিসংখ্যানকে “অবিশ্বাস্য” ও “হাস্যকর” আখ্যা দিয়ে নিশীথ প্রামাণিক বলেন, “২২ বছরে এমন কি কেউ নেই যে এই কয়টি বুথে মারা গেছে কিংবা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে? এটি পরিসংখ্যানগতভাবে প্রায় অসম্ভব একটি ঘটনা।”

তিনি দাবি করেন, “এটা হয়তো তালিকা সংস্কারে গাফিলতির ফল, নয়তো ইচ্ছাকৃত কারচুপির ইঙ্গিত। ভারতের অন্যান্য রাজ্যে নির্বাচনী তালিকা হালনাগাদের (SSR) যে প্রক্রিয়া, পশ্চিমবঙ্গে তার ব্যাতিক্রম দেখা যাচ্ছে।”

নিশীথের দাবি নির্বাচন কমিশন যেন এই তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করে। যদি কোনো অসঙ্গতি বা কারচুপি পাওয়া যায়, দায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করার জন্য বিশেষ তদন্ত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *