দাবি আদায়ে ১০০ ঘণ্টা অনশন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের

রাজগঞ্জঃ রাজগঞ্জ বিডিও অফিসের সামনে ১০০ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (KSDC)। দীর্ঘদিনের জাতিগত ও সাংবিধানিক দাবিগুলি পূরণ না হওয়ায় এই কর্মসূচি।

অনশনকারীদের প্রধান তিন দফা দাবি—

  • সংবিধানের কাঠামোর মধ্যে পূর্ণাঙ্গ পৃথক কামতাপুর বা বৃহত্তর কোচবিহার রাজ্যের পুনর্গঠন।
  • অসম, উত্তরবঙ্গ ও বিহারে বসবাসকারী কোচ–রাজবংশী সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি (ST) মর্যাদা।
  • কামতাপুরী (রাজবংশী) ভাষার অষ্টম তপশিলে সাংবিধানিক স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন।

অনশন মঞ্চ থেকে এমডি হাসিবুল জানান,
“আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই এই ১০০ ঘণ্টার হাংগার স্ট্রাইক। সরকার আমাদের দাবি পূরণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। প্রয়োজনে উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ অচল হয়ে যাবে।”

তিনি আরও বলেন,
“কোচবিহার রাজার আমলে আমরা স্বাধীন ছিলাম। ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমরা পরাধীন হয়ে আছি। অন্য সব জাতি ভাষাভিত্তিক রাজ্য পেলেও কোচ–রাজবংশীরা আজও বঞ্চিত। আমরা এখনো প্রকৃত স্বাধীনতা পাইনি—তাই আমাদের আন্দোলন চলবে, আরও জোরদার হবে।”

এদিন অনশন মঞ্চে উপস্থিত হন রাজগঞ্জ থানার পুলিশ, সঙ্গে আসেন রাজগঞ্জ থানার আইসি ও ডিএসপি অনুপম মজুমদার। তিনি অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান।

কামতাপুর আন্দোলনে এই অনশন নতুন দিশা দেবে কি না, এখন সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *