ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী ও সুদীপ রাহা
ময়নাগুড়ি, ৮ ডিসেম্বর : সোমবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী ও সুদীপ রাহা। এছাড়াও, এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় সহ অন্যান্যরা। সোমবার সকালে মন্দিরে পুজো দেওয়ার পরেই মন্দিরের উন্নয়ন প্রসঙ্গে দলের মুখপাত্র সুদীপ রাহা বলেন,” প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই মন্দির। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দিরের মানোন্নয়নের জন্য যে কাজ করেছেন তা অতুলনীয়। আমরা কালীঘাট, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক দেখেছি। এবার জল্পেশ মন্দিরেও এই স্কাইওয়াক তৈরি হয়েছে। জলপাইগুড়ির সাংসদ কই মন্দিরের উন্নয়ন নিয়ে তো ভাবেননি। ভেবেছেন কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” অন্যদিকে, দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন,” আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই রামমোহনকে। এতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমাদের পুজো দেওয়ার জন্য। সর্বাগ্রে ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যিনি এই মন্দিরের উন্নয়নের জন্য ভেবেছেন। মন্দিরের স্কাইওয়াক, নতুন ব্রিজ থেকে শুরু করে নব রূপে সেজে উঠেছে এই মন্দির।”
