বাল্যবিবাহ মুক্ত ভারত গড়তে সচেতনতা শিবির
ময়নাগুড়ি, ৮ ডিসেম্বর : সমাজে বাল্যবিবাহ রুখতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হল সোমবার। এদিন শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা(CDPO) এর পক্ষ থেকে এবং ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, শক্তি বাহিনী ও কোশি লোক মঞ্চ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, সমাজসেবী ঋষি কান্ত সহ প্রমুখরা। মূলত বাল্য বিবাহ মুক্ত ভারত গড়তে এবং জলপাইগুড়ি জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। সচেতনতা শিবিরের মধ্য দিয়ে আগের তুলনায় অনেকটা বাল্য বিবাহ কম হয়েছে বলেই দাবি করেছেন সমাজসেবী ঋষি কান্ত।

