বাড়িভাষা এলাকায় রাস্তার শুভ সূচনা করলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ মনিশা রায়
ডাবগ্রাম : ফুলবাড়ী ব্লকের ডাব গ্রাম টু অঞ্চলের বাড়িভাষা এলাকায় রাস্তার শুভ সূচনা করলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ মনিশা রায়
দক্ষিণ শান্তিনগর হাউসিং কমপ্লেক্স দুর্গা মন্দির থেকে
চন্দন সিদ্ধার বাড়ি পর্যন্ত এই রাস্তাটি তৈরি হবে ১৬ লক্ষ ৭৯ হাজার টাকায়,
জেলা পরিষদের এই রাস্তাটি পেয়ে এলাকার মানুষ খুব আনন্দিত,
স্থানীয় সূত্রে জানা যায় যে রাস্তার কিছুটা জায়গায় জন্মালগ্ন থেকেই কাঁচা ছিল, ফলে অনেক অসুবিধা সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাজ শুরু হতে খুশি।
জেলা পরিষদের উপাধ্যক্ষ মনীষা রায় তিনি জানান ডাবগ্রাম ফুলবাড়ী ব্লকে SJDA ও জেলা পরিষদের মাধ্যমেই রাস্তা ড্রেন ও উন্নয়নের কাজ হচ্ছে, মনীষা রায় আরো জানান গত পাঁচ বছর যাবত বিধায়ক ও এমপি কে, এলাকায় দেখাও যায়নি কোন উন্নয়ন কাজ করেননি । আমি এই আড়াই বছরে প্রায় ১৪ কোটি টাকার কাজ করলাম। আগামীতেও এই উন্নয়ন ধারা জারি থাকবে। কোন রাস্তা ও ড্রেন কাঁচা থাকবে না।
