১০ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা-রুপোর গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার এক
SILIGURI: ২৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি এলাকা থেকে সামনে আসে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা, যা গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায়, একটি পরিবার পারিবারিক কাজের জন্য বিহারে গিয়েছিল এবং ১০ ডিসেম্বর সিলিগুড়িতে ফিরে এসে দেখে বাড়ির মূল দরজা ভাঙা, আলমারি তছনছ করা এবং ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা-রুপোর গয়না উধাও। বাড়িতে লাগানো CCTV ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট হয় যে পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। এরপর ১৩ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে CCTV ফুটেজের সূত্র ধরে ওই রাতেই লোয়ার ভানু নগরের বাসিন্দা ২৯ বছর বয়সি সূরজ কুমার সিংকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তকে ১৪ ডিসেম্বর শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এবং আদালতের নির্দেশে ৬ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালীন জেরায় সূরজ চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়ে জানায়, চুরি করা সোনা-রুপোর গয়না সে বিহারের মুজফ্ফরপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। এই তথ্যের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশের একটি বিশেষ দল মুজফ্ফরপুরে রওনা হয় এবং ট্রানজিট রিমান্ডে স্বর্ণ ব্যবসায়ী অশোক শাহকে সিলিগুড়িতে নিয়ে আসে। পুলিশি তদন্তে জানা গেছে, প্রায় ১০ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না কেনাবেচা করা হয়েছিল, যার মধ্যে অধিকাংশ গয়নাই ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্য যে, যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেই বাড়ির মালিক সিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের এক ফল ব্যবসায়ী। এদিকে আজ, বুধবার মুজফ্ফরপুর থেকে আনা স্বর্ণ ব্যবসায়ী অশোক শাহকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে, যেখানে এই চক্রের সঙ্গে জড়িত আরও সূত্র খুঁজে বের করতে পুলিশ তার রিমান্ডের আবেদন জানিয়েছে।
