ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কাফ সিরাপ
SILIGURI,28DEC : একটি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কাফ সিরাপ।
এই ঘটনায় গ্রেফতার ২।
ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ উত্তর একটিয়াসাল এলাকায় একটি পার্সেল ভ্যান কে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ। এই ঘটনায় গাড়ির চালক এবং ওই ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। কৃতদের নাম কানাই শীল এবং শুভঙ্কর দাস। কানাইশীল গাড়ির চালক শুভঙ্কর দাস ম্যানেজার। এই কাপ সিরাপ কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে আশিঘর ফারির পুলিশ।
উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত দুজনকেই আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করবে আশিঘর আউটপোস্টের পুলিশ।
