সবুজ পতাকা উড়িয়ে ‘উন্নয়নের পাঁচালী’ শীর্ষক ট্যাবলো কর্মসূচির উদ্বোধন
দিনহাটা: সবুজ পতাকা উড়িয়ে ‘উন্নয়নের পাঁচালী’ শীর্ষক ট্যাবলো কর্মসূচির উদ্বোধন করলেন সিতাই বিধানসভার বিধায়ক সংগীতা রায়। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন সিতাই বিধানসভার অন্তর্গত ১৭টি গ্রাম পঞ্চায়েতের জন্য মোট ১৭টি ট্যাবলোর উদ্বোধন করা হয়। এই ট্যাবলো গুলি আজ থেকেই বিধানসভার প্রতিটি পঞ্চায়েত এলাকার বুথ ও পাড়ায় পাড়ায় ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের সাফল্য ও জনমুখী প্রকল্পের তথ্য তুলে ধরবে।
বিধায়ক সংগীতা রায় জানান, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পকে আরও সুদূরপ্রসারী করে তুলতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের কাছে সরাসরি পৌঁছে গিয়ে উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
