পরকীয়ার জেরে ভয়াবহ হামলা, হাসপাতালে ভর্তি শ্বশুর-শাশুড়ি

ময়নাগুড়ি : নাতিকে বাচাতে গিয়ে বৌমা ও বৌমার প্রেমিকের হাতে প্রহার খেয়ে হাসপাতালে ভর্তি শশুর শাশুড়ি
কাজ করে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ছেলেকে আটক এবং বাড়ির লোককে আসার জন্য হুমকি দেয় মা ও তার প্রেমিক। আটক করার কথা নাতি বাড়িতে ফোন করে জানাতেই, নাতিকে বাচাতে ছুটে যায় ঠাকুমা ও ঠাকুরদা সেই সময় শশুর ও শাশুড়িকে প্রেমিকে সাথে নিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি বাজার সংলগ্ন এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় বিপ্লব মজুমদার গত দুর্গাপুজোর সময় বউ শান্তি মজুমদার মল্লিক রায় নামে এক ব্যক্তির সাথে পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলে,যার ফলে তাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এবং শান্তি মজুমদার তার স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের করেন তখন থেকে তাদের সংসারে ঝামেলা চলছিল এবং শান্তি মজুমদার তার বন্ধু মল্লিক রায়ের সাথে থাকেন বলে জানা যায়।
বৃহস্পতিবার বিপ্লব মজুমদারের ছোট ছেলে কাজ করে বাড়ি ফেরার পথে তার মা এবং মায়ের বন্ধু, রাস্তায় আটকে ধরে এবং বাড়ির লোককে নিয়ে আসার জন্য হুমকি দেয় বলে অভিযোগ এবং সেই কথা বাড়িতে ফোন করে জানালে বাড়ি থেকে রঞ্জিত মজুমদার, জোসনা মজুমদার দুজনেই নাতিকে বাঁচাতে পানবাড়ি বাজারে ছুটে যায় । তখনে মারধরসহ ছুরি দিয়ে হানে,
খবর পেয়ে তড়িঘড়ি বাড়ির লোকজন ছুটে গিয়ে আহত রঞ্জিত মজুমদার ও জোসনা মজুমদারকে ময়নাগুড়ি হাসপাতাল নিয়ে যান, কত বড় ডাক্তার জলপাইগুড়ি রেফার করেন, এবং গুরুতর আহত রঞ্জিত মজুমদারকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়।
শুক্রবার রঞ্জিত মজুমদারের মেয়ে শম্পা মজুমদার বিকেলে শান্তি মজুমদার বিশ্বাস ও মল্লিক রায়ের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন,
এদিকে অভিযোগ পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্ত শান্তি বিশ্বাস কে গ্রেফতার করে এবং অভিযুক্ত মল্লিক রায়ের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে বলে থানা সূত্রে জানা গিয়েছে।
এই বিষয়ে শম্পা মজুমদার জানান ও তার আমার ভাইপো কি জানালেন শোনাবো আপনাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *