হাতির হামলায় নাথুয়ায় তিনটি বাড়ি ভাঙচুর
নাথুয়ার:গভীর রাতে হাতির আগমণ নাথুয়ার লক্ষ্মীকান্ত চা বাগানে। ডাউকিমারি থেকে পদ্মের মিল রোডের ধারেই হাতি। হাতিটিকে বনে ফেরাতে তৎপর বনকর্মীরা। বনকর্মীদের কাছ থেকে জানা গেছে, গভীর রাতে নাথুয়ার জঙ্গল থেকে তিনটি হাতি বের হয়। দুটি হাতি দুরামারি হয়ে ঢুকে পড়ে খট্টিমারির জঙ্গলে। চা বাগানে রয়ে যায় একটি হাতি। জানা গেছে, হাতির হামলায় নাথুয়ায় তিনটি বাড়ি ভাঙচুর হয় এবং চাল এর একটি গুদাম ঘরে ভাঙচুর করে। হতাহতের কোনো খবর নেই। সকাল থেকে বনকর্মীরা হাতিটিকে কাছের খট্টিমারি জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেলা বাড়লে এলাকায় ভিড় জমে যায়। এই মুহূর্তে হাতিটি রাস্তার ধারে চা বাগানেই অবস্থান করছে।

