বুড়িরহাটে পথশ্রী প্রকল্পে ২ কিমি পাকা রাস্তার নির্মাণকাজের শুভসূচনা মন্ত্রীর।
বুড়িরহাটে:পথশ্রী প্রকল্পে ২ কিমি পাকা রাস্তার নির্মাণকাজের শুভসূচনা মন্ত্রীর।
বুড়িরহাটের পশ্চিম ভূলকি এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় একটি পাকা রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার দুপুর ১টা নাগাদ এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাস্তাটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
এই উন্নয়ন প্রকল্পটি ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাকা রাস্তা নির্মাণ করবে, যার জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ১৭ লক্ষ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার, সঞ্জীব বর্মন, মৃণাল বর্মন এবং যাজ্ঞ বলকো সিংহ সহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা।
মন্ত্রী উদয়ন গুহ তাঁর বক্তব্যে বলেন, “এই রাস্তাটি তৈরি হলে পুরো এলাকার যাতায়াত ব্যবস্থার মান উন্নত হবে।
স্থানীয় নেতা আব্দুল সাত্তার বলেন, “এই রাস্তার দাবি দীর্ঘদিনের। এটি নির্মিত হলে বহু গ্রামের মানুষ সরাসরি উপকার পাবেন, বিশেষ করে বর্ষাকালে চলাচলের সমস্যা অনেকাংশে দূর হবে।”

