তুকতাকের নাম করে বাড়িতে ঢুকে সোনার চেইন ছিনতাই, চম্পট দিল প্রতারক
শিলিগুড়ি: ভোরের আলো থানার অন্তর্গত কামারপাড়ায় চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। ভেলকিপাড়াতে বাড়ির ছোটখাটো সমস্যা মেটানোর নাম করে এক ব্যক্তি বাড়িতে ঢুকে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে তুকতাক করে বাড়ির সমস্যার সমাধান করতে পারে বলে পরিচয় দেয়। সেই বিশ্বাসেই ওই মহিলা তাকে বাড়িতে ঢুকতে দেন। সুযোগ বুঝে মুহূর্তের মধ্যেই মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে।
ঘটনাটি বুঝতে পেরে ওই মহিলা সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে অভিযুক্তকে ধরার চেষ্টা করেন। তবে চোখের নিমিষেই এলাকা ছেড়ে উধাও হয়ে যায় অভিযুক্ত ব্যক্তি।
ঘটনার খবর পেয়ে ভোরের আলো থানায় পুলিশ পৌছায়। পুলিশ সূত্রে খবর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।

