স্কুলের ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে পথ অবরোধে শামিল হলেন স্কুলের ছাত্রছাত্রীরা।

হলদিবাড়ি: স্কুলের ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে পথ অবরোধে শামিল হলেন স্কুলের ছাত্রছাত্রীরা।শুক্রবার দুপুরে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় এক ঘন্টা দেওয়ানগঞ্জ – আঙ্গুলদেখা রাজ্য সড়ক অবরোধ করেন।

হলদিবাড়ি ব্লকের অন্যান্য স্কুলের পাশাপাশি দেওয়ানগঞ্জ হাই স্কুলেও শুরু হয়েছে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া।স্কুলে সরকার নির্ধারিত ভর্তির ফি ২৪০ টাকার (বার্ষিক) পরিবর্তে মোট ৪৫০টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে।ফলে গতকাল বৃহস্পতিবার এরই প্রতিবাদে সরব হয়েছিলেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এদিন বাড়তি টাকা ফেরতের দাবিতে পথ অবরোধে শামিল হলেন স্কুলের ছাত্রছাত্রীরা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন তাঁরা।

এবিষয়ে স্কুলের ছাত্র বিক্রম রায় জানান,

এবিষয়ে অভিভাবক দেবারু রায় জানান,

এবিষয়ে স্কুলের টি আইসি কমল কান্তি রায় জানান, আগামী মাসের তিন তারিখ অভিভাবকদের নিয়ে বৈঠক করা হবে। বৈঠকে সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *