জামালদহে এক মহিলার গাঁয়ে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য
বিজয় চন্দ্র বর্মন, জামালদহ, ১০ মেঃ লক ডাউনের আবহেই গাঁয়ে আগুন দিয়ে অগ্নি দ্বগ্ধ হলেন এক মহিলা। নাম কমলা সরকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেখলিগঞ্জ ব্লকের জামালদহে। ওই মহিলার বাড়ি জামালদহ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দিন সকাল নয়টা নাগাদ ওই মহিলা নিজের বাড়িতেই অগ্নিদ্বগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। তবে ঠিক কি কারনে ওই মহিলা গাঁয়ে আগুন দিয়েছেন সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও কিছু জানা যায়নি। মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।