রাজ আমলের রূপার মূর্তি উদ্ধার
কোচবিহার, ১১ মে : কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের সম্মুখে বৈরাগী দীঘি থেকে রাজ আমলের একটি রূপার মূর্তি উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় সোমবার। অন্যান্য দিনের মতোই এদিন স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই পুকুরে স্নান করার সময় প্রাচীন এই ধাতব মূর্তিটি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। মূর্তিটি রাজ আমলের এবং মূর্তিটির মাথায় একটি ছাতা আছে। এটি মঙ্গলচণ্ডী দেবীর মূর্তি বলে সকলের অনুমান। প্রাচীন মূর্তি উদ্ধারের খবর চাউর হতেই তা দেখতে লক ডাউন উপেক্ষা করে বহু মানুষ ভিড় করেন সেখানে। এরপরেই খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মূর্তি উদ্ধার করে নিয়ে যায়। রাজ আমলের সেই মূর্তি কি করে ওই বৈরাগী দীঘিতে এল এবং সেটি উদ্ধারের পিছনে কোন চুরির অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।