অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করল বনকর্মীরা
বিনয় নার্জিনারী, আলিপুরদুয়ার, ১১ মে : সাইকেলকে কাজে লাগিয়ে জঙ্গলের মূল্যবান কাঠ পাচারের পথে অভিযান চালিয়ে প্রচুর কাঠ উদ্ধার করল বনকর্মীরা । যদিও বনকর্মীদের দেখে কাঠ ছেড়ে পালিয়ে যায় কাঠ পাচারকারী । গোপন সুত্রে খবর পেয়ে সোমবার সকালে ব্লকের হ্যামিণ্টণগঞ্জ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ সিএফটি মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করে বনদপ্তরের হ্যামিণ্টণগঞ্জ রেঞ্জ বনকর্মীরা।