শুকনো খাবার বিলি এসএফআইয়ের
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দুঃস্থদের শুকনো খাবার তুলে দিলো এস.এফ.আই। আজ এস.এফ.আই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে শিলিগুড়ি ৪০ নম্বর ওয়ার্ডে আশরফ নগর এলাকায় ৪০ জন অসহায় মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হলো । এস.এফ.আই ডাবগ্ৰাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান, করোনা ভাইরাস সংক্রমণের ফলে গোটা দেশ জুড়ে লোকডাউন চলছে । তার পর থেকেই অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত পাশে দাঁড়াচ্ছে ছাত্র সংগঠন এস.এফ.আই ডাবগ্ৰাম লোকাল কমিটি। আগামী দিনেও এভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ এস.এফ.আই ডাবগ্ৰাম লোকাল কমিটি ।