মাথাভাঙ্গায় জীবাণুনাশক স্প্রে করছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায়
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা: নিজের গ্রামের পাড়া প্রতিবেশী মানুষের বাড়ি সহ অন্য কিছু এলাকায় করোনা ভাইরাস মোকাবিলায় জীবাণুনাশক স্প্রে করছেন মাথাভাঙা -১ পঞ্চায়েত সমিতির নারী-শিশু, সমাজ কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায়। সমাজকর্মী দেবেশ বর্মন, সুবর্ণা রায় সহ অন্যান্যরা এই কাজে তাকে সাহায্য করছেন। বাইশগুড়ি গ্রামের আমতলা ক্লাব সংলগ্ন এলাকা সহ অন্যান্য স্থানে সকাল থেকেই এই কাজ শুরু হয়েছে। এর আগেও এই এলাকাগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। কল্যাণী রায় জানান, করোনা মোকাবিলায় সব সময় সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাক্স পড়া, লকডাউন মেনে চলা এবং জীবাণুনাশক স্প্রে করা দরকার এবং এই মুহূর্তে এটাই করোনার ঔষধ। তিনি জানান করোনা সংক্রমন ঠেকাতে সমস্ত নাগরিককে এই পথ অবলম্বন করা উচিত। ভবিষ্যতে এই কাজ চালিয়ে যাবেন বলে তিনি জানান। জীবাণুনাশক স্প্রে করাতে এলাকা দূষণমুক্ত হবে বলে এলাকাবাসীরা জানান। কল্যাণী রায় ও তার সহযোগীদের সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। এদিকে কল্যাণী দেবীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা এই কাজের ভূয়সী প্রশংসা করেন।