জাতীয় ডেঙ্গু দিবস পালন করিল গ্রামীন সম্পদ কর্মীলা
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর : গ্রামীন সম্পদ কর্মীলা আজি ১৬ই মে রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এলাকার ভেলেলা জাগাত জাতীয় ডেঙ্গি দিবস পালন করিল। ডেঙ্গি একটা ভাইরাস ঘটিত জ্বর। এডিস মশা এই ভাইরাস বহন করেচে। বর্ষাকালত এই জ্বর বেশী হচে আর সৌগ বছর এই রোগত মানুষ আক্রান্ত হচে । স্বাস্থ্যবিধি মানিয়া হাতত লিফলেট দিয়ে মোড়গিলাত প্রচার আরহ সচেতন করিচে ভিআরপি কর্মিলা । যদি জ্বর, সর্দি-কাশি হয় তাহলে বগলের স্বাস্থ্যকেন্দ্রেত যোগাযোগ করিবা কহিচে । করনদিঘী ব্লক ভিআরপি সংগঠনের সভাপতি মনোজ কুমার সিনহা কহিচে – “করনদিঘী ব্লকের জয়েন বিডিওর নির্দেশে আজিকা হামরা জাতীয় ডেঙ্গু দিবস পালন করিনো। পাছে হামরা ফের আগের মতন বাড়িত যায়া মানষিক সচেতন বার্তা দিমো যাতে ভবিষ্যতে হামরা ডেঙ্গু মুক্ত সমাজ গড়িবা পারি।