অসহায় মানুষের পাশে দাঁড়ালেন শালবাড়ির কর্মকার দম্পতি
সুব্রত রায়: ধূপগুড়ি: সারা দেশে লকডাউন এর কারণে সমস্যায় পড়েছেন দিন এনে দিন খাওয়া, দুঃস্থ ও অসহায় মানুষেরা । কেন্দ্র ও রাজ্য সরকার সেই সমস্ত মানুষের পাশে যেমন দাঁড়িয়েছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে ঠিক তেমনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন । আজকে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার ব্যবসায়ী দম্পতি খোকন কর্মকার ও দূর্গা কর্মকারের উদ্যোগে ১৫০ বস্তা ( ২৫ কেজি) চাল ১৫০ জন মানুষের হাতে তুলে দেওয়া হল । খোকন কর্মকার নিজে উদ্যোগী হয়ে স্থানীয় দুঃস্থ ও অসহায়দের তালিকা তৈরি করেন । এরপর আজকে তাদেরকে আসতে বলেন এবং নিজ বাসভবনের সামনে চাল বিতরণ করেন । যেখানে আজকে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়, স্থানীয় প্রধান সুশীল কুমার রায় সহ অনেকে। বিধায়ক মিতালি রায় জানান, খোকন কর্মকারের সহধর্মিনী দূর্গা কর্মকার আমাদের কাছে স্বয়ং দেবী দুর্গা হিসাবে এসেছেন । আমি এই মহান কাজ দেখে অনুপ্রাণিত। যদিও খোকন কর্মকার ও দূর্গা কর্মকার জানান, তারা মন্দির বানানোর জন্য টাকা জমিয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দের “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” বাণীকে আত্মস্থ করে সেই টাকায় আজকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । কারণ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে । কেননা ভগবান রয়েছেন মানুষের মধ্যেই।