বিজেপির পক্ষ থাকি ডিমা বিতরণ
নিজ খবরিয়া, ময়নাগুড়ি,১৭ মে: ময়নাগুড়ি ব্লকের পেটকাটি ১৬/৮৫ নাম্বার বুথ বিজেপির পক্ষ থাকি ডিমা বিতরণ করিলেক দ্যাওবার। বুথের পেরায় ২৫০ টা পরিবারক আজি ৫ টা করি ডিমা দিছে সংগঠনের কর্মী লা।পেটকাটি বুথের বিজেপির বুথ গড়েয়া কন আজি হামার বুথের ২৫০ টা পরিবারক ডিমা দিলি, হামার পক্ষ থাকি দুঃস্থ পরিবার গিলার বগলত আছি, পাছতো থাকার চেষ্টা করিমো।