বাংলায় আসতে চলছে আমফান, সতর্ক প্রশাসন
জগদা রায়, ১৮ মেঃআর মাত্র কয়েক ঘণ্টা। চরম উৎকন্ঠার শেষ মুহূর্তের শুরু। বুলবুল, আয়লার পর তীব্র শক্তিশালী ঘুর্ণিঝড় আম্ফান আছড়ে পড়তে চলেছে বাংলায়। আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যেই উপকূলে আঘাত হানবে আম্ফান। ওড়িশার পারাদ্বীপ থেকে ৩৫০ কিমি, দীঘা থেকে ৫০০ কিমি দূরে আছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় ১৬৫-১৭৫ কিমি। সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৮৫ কিমি। দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া পর্যন্ত মধ্যবর্তী যে কোনো স্থানে আছড়ে পড়বে। আজ রাত থেকে এই ঘুর্ণিঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি হবে। যদিও সকাল থেকে হালকা বৃষ্টি ও ঝড় শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যাপ্ত ত্রাণ বিলি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় এনডিআরএফ-এর কর্মীদের চুড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ, নামখানা, দিঘা, মন্দারমণি এলাকার অধিবাসীদের সাইক্লোন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। আম্ফানের সম্ভাব্য পরিণতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুম থেকে সমস্ত দিকে নজর দিচ্ছেন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। টোল ফ্রি ১০৭০ নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫ নাম্বারে ফোন করতে পারেন। ঘুর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয় তার দিকে সদা সতর্ক প্রশাসন।