জলপাইগুড়িতে যুবতীর দেহে মিলল করোনার জীবানু
নিজস্ব সংবাদ, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার গড়াল বাড়ি এলাকার এক যুবতীর শরীরে মিলল করোনা ভাইরাস। ঐ যুবতি কলকাতায় পড়াশোনা করত। সেখান থেকে আসার পর এর শরীরে উপসর্গ দেখা দেয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঐ যুবতী গড়াল বাড়ি এলাকার বাসিন্দা। করোনা উপসর্গ থাকায় ঐ যুবতীকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের তৈরি করা কোভিড হাসপাতালে ভর্তি করা হয় গত 14 ই মে। তার লালা রস সংগ্রহ করে পরীক্ষা করার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ সেই রিপোর্ট আসার পর উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক(ও.এস.ডি) ডক্টর সুশান্ত রায় জানান সেই যুবতীর রিপোর্ট পজিটিভ এসেছে। এর পরেই সেই যুবতীকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আজ।