গাদংয়ে খাদ্যসামগ্রী বিলি তৃণমূলের
নিজস্ব প্রতিবেদক, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের গাদং ১ নং অঞ্চল কমিটির পক্ষ থেকে ঐ অঞ্চলের প্রতিটি বুথে বসবাসকারী দুঃস্থ ও দরিদ্র পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় বুধবার। আজ ঐ গ্রাম পঞ্চায়েত এলাকার গাদং গ্রামের ২৫০ জন দুঃস্থ দরিদ্র মানুষের হাতে চাল, আলু ও সয়াবিন তুলে দেওয়া হয়। মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার, গাদং ১ নং অঞ্চলের প্রধান নির্মল রায়, সংখ্যালঘু সেলের ধূপগুড়ি ব্লক সভাপতি মসলেম হক, গাদং ১ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি এক্রামূল হক, আক্কাজ আলি সহ অনেকেই।