‘চেতনা’ মাসিক সাহিত্য পত্রিকার কবি নজরুল জন্মজয়ন্তী উদযাপন
নিজস্ব সংবাদদাতা, করনদিঘী : মারন ব্যাধি করোনা ভাইরাসের জেরে দেশ তথা রাজ্যেও চলছে লকডাউন। সরকারি নির্দেশিকা অনুসারে যে কোনো ধরনের অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না। যে জন্য ঘরে বসেই অনলাইন তথা সোস্যাল মিডিয়াকে ব্যবহার করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছে চেতনা মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক কৌস্তুভ দে সরকার । তিনি জানিয়েছেন, নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমরা কবি নজরুলের গান ও কবিতাকে ভালোবেসে সর্বসাধারণের জন্য একটি অনলাইন স্বরচিত কবিতা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি।
১৪ থেকে ২০ লাইনের মধ্যে নজরুল বিষয়ক একটি কবিতা মোবাইলে লিখে পাঠাতে হবে 9734119161 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর কবিতা আমরা পোস্ট করব সোশ্যাল মিডিয়ায়।
পাশাপাশি, প্রতিযোগিতা ছাড়াও আগ্রহী কবি-শিল্পীরা কবি নজরুলকে তাদের শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করতে পারেন একই রকম ভাবে নজরুলের কবিতা পাঠ ও আবৃত্তি করে বা গান গেয়ে ।