প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাস ইস্যুতে জেলা জুরে বিজেপির ডেপুটেশন, বিক্ষোভ কর্মসূচী
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর : উজ্জ্বলা গ্যাস যোজনার প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন অভিযোগ উত্তর দিনাজপুর জেলা বিজেপির। তাই বিনামূল্যে গ্যাস প্রদানের দাবিকে সামনে রেখে শুক্রবার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, কানকি সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় গ্যাস এজেন্সি গুলোর সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল বিজেপির কর্মকর্তারা। বিজেপির দাবি লকডাউনের জেরে গরীব পরিবারের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানবিক পদক্ষেপ নিয়ে উজ্জ্বলা যোজনায় মহিলাদের জন্য তিনমাস বিনামূল্যে গ্যাস দেবার ব্যবস্থা করেছেন। দেখা যাচ্ছে এমন অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ফ্রি গ্যাসের টাকা এসেছে, যাদের জানাই ছিল না যে তাদের নামে উজ্জ্বলা প্রকল্পে গ্যাস সংযোগ আছে। কি ভাবে এটা হয়েছে, তার তদন্ত এবং যে সকল প্রকৃত উপভোক্তা এখনো উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস পায়নি, তাদের তিনদিনের মধ্যে গ্যাস দেবার দাবি জানানো হয়েছে। এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।