মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক সিআরপিএফ আধিকারিকের
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ ২২ মেঃ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআরপিএফের এক আধিকারিক। গতকাল গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পর্যটন হাব ভোরের আলোর কাছে। মৃত সিআরপিএফ জওয়ানের নাম এম সিং বয়েস ৫৪ বছর। তিনি সিআরপিএফের সাব ইন্সপেক্টর ছিলেন।জানা গেছে, শিলং থেকে শিলিগুড়ি আসছিলেন সিআরপিএফের একটি কনভয়। গজলডোবার কাছে তিস্তা ক্যানেল রাস্তায় গাড়ি গিয়ে ধাক্কা সজোড়ে ধাক্কা মারে গাছের সঙ্গে। দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ। পুলিশ ও দমকল গিয়ে শেষে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলং থেকে আসার পথে গজলডোবার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।ঘটনায় দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ।ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা ওই সিআরপিএফ অফিসারের এবং গুরুতর আহত হন গাড়ির চালক।
মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।