উত্তর দিনাজপুরে এক দিনে নতুন করে করোনা আক্রান্ত ৩৪, মালদায় ১০
নিজস্ব সংবাদ, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়ল। শুক্রবার গভীর রাতে মালদা মেডিকেল কলেজের ভিআরডিএল থেকে যে ৯৬১ টি রিপোর্ট এসেছে, তাতে ৪৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে ৩৪ জন উত্তর দিনাজপুর জেলার ও বাকি ১০ জন মালদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিদের ঠিকানা স্পষ্টভাবে জানা যায়নি।