করোনার আতঙ্ক ভূলে ঈদের বাজারে ছন্দে ফিরল ধূপগুড়ি বাজার
সুব্রত রায়, ধূপগুড়ি: লাগাতার লকডাউনের পর ঈদের বাজারে স্বাভাবিক ছন্দে ফিরল ধূপগুড়ি বাজার। করোনা ভাইরাসের আতঙ্ক ভূলে মানুষ হাজির হয়েছে ঈদের বাজারে। ধূপগুড়ি বাজার চত্বরে দেখা গেল ভীড়। ৩০ দিনের রোজা শেষে ঈদের চাঁদ দেখে রোজা ভাঙা হয়। আর তারপরের দিন সকালে ঈদগাহতে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করা হয় নতুন জামা কাপড় পরিধান করে। লকডাউন থাকাতে ঈদগাহতে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে মূসলিম সংগঠনগুলি নিষেধাজ্ঞা জারি করে বলা হয় বাড়িতেই পালন করুন ঈদ। বাড়িতে ঈদ পালন করলেও নতুন জামা কাপড় না পেলে স্বাভাবিক ভাবে ছোট বড় সকলের মন খারাপ করারই কথা। আর সেই কারণে ধূপগুড়ি বাজারে ঈদের কেনাকাটার ভীড় দেখা গেল।
লকডাউনের কারণে বন্ধ ছিল দোকানপাট। ২১ তারিখ থেকে স্বাভাবিক ছন্দে ফেরে শহরের বাজার। ২২ তারিখে ভীড় ছিল তবে আজ শনিবারে ভীড় ছিল আরো বেশি। এমনিতে শনিবার হলো ধূপগুড়ির হাটবার, কিন্তু লকডাউনের কারণে বাজার বন্ধ ছিল। কাপড়ের দোকান এতদিন বন্ধই ছিল। তবে ঈদ উপলক্ষে শনিবার খোলা ছিল ধূপগুড়ির কাপড় পট্টি। দুই মাসের বেশি সময় দোকান বন্ধ থাকার পর আজ দোকান খোলায় খুশি কাপড় ব্যবসায়ীরা। কাপড় ব্যবসায়ী জগদীশ ভৌমিক, সনৎ রায় বলেন, প্রায় দুই মাস লকডাউন চলার পর আজ কাপড়ের দোকান খুলতে পেরেছি, ঈদের বাজারে কাপড় ভালোই বিক্রি হলো।