ঈদ উপলক্ষে কেনাকাটায় ভীড় গঙ্গারামপুরে
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর,২৪ মে: রাত পোহালেই সমগ্র বিশ্বব্যাপী পালিত হবে পবিত্র ঈদ। তাই এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে তথা গোটা জেলায় শপিং মল গুলোতে কেনাকাটায় ভীড় দেখা গেল। গ্রীন জোন ঘোষিত সংশ্লিষ্ট জেলা, তাই গত শনিবার বড়ো বড়ো শপিং মল গুলো খুলে দিয়েছে মল মালিকরা। সরকারি নিয়ম মেনে চলছে কেনাকাটা বলে দাবি বিক্রেতাদের।