উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
জগদা রায়, শিলিগুড়ি, ২৪মেঃ
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ এমন খবর পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের একটি সূত্র মারফত। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ঐ রিপোর্টে। আমফানের তান্ডবের পর রেহাই পাবে না দক্ষিণবঙ্গও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।