পরিযায়ী শ্রমিকদের গ্ৰামে ঢুকতে বাধা, পুলিশ গাড়ি চালিয়ে নিয়ে গেল কোয়ারেন্টাইনে
সুব্রত রায়,ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়ি লাগোয়া খলাইগ্ৰামে বিহার থেকে আসা ১২ জন পরিযায়ী শ্রমিককে গ্ৰামে ঢুকতে বাধা দিলেন গ্ৰামবাসীরা । পরিযায়ী শ্রমিক কাওছার আলম জানান, “আমরা বিহারের ইটভাটায় কাজ করতাম। লকডাউনের কারণে কাজ বন্ধ হওয়ায় ট্রাকে করে আজকে সকালে এখানে নেমেছি। এরপর গ্ৰামবাসীরা বাড়িতে ঢুকতে বাধা দেয়।” স্থানীয় বাসিন্দা শিক্ষক ফনিন্দ্র সরকার জানান, “আজকে সকালে একটি ট্রাক জয়ঁগার ১৩ জন ও এখানকার ১২ জন জনকে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর আমরা ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় ও ধূপগুড়ির পৌরসভার উপ পৌরপিতা রাজেশ সিং এর সঙ্গে যোগাযোগ করি। ওনারা বিডিও ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। জয়ঁগার ১৩ জনকে একটি ট্রাকে করে পাঠানো হয় এবং এখানকার ১২ জন পরিযায়ী শ্রমিককে গাদং জুনিয়র মাদ্রাসা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়।” পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিযায়ী শ্রমিকদের খাওয়ার জন্য বিস্কুট তুলে দেন। এদিকে ফালাকাটার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে দাড় করিয়ে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ায় জন্য গাড়িতে তুলতে চাননি ড্রাইভার, এমনকি গাড়ি চালিয়ে নিতেও চাননি। পুলিশ গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার সময় অবশ্য ড্রাইভার তার গাড়িতে উঠেন যে জায়গায় শ্রমিকরা দাঁড়িয়েছেন এবং যে গাড়িতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটি স্যানিটাইজ করা হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা সেই জায়গাটি চিহ্নিত করে রেখেছেন।