চোপড়ায় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান
সুবল গোপ, চোপড়া ২৭ মে: চোপড়ায় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। এদিন চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এব্যাপারে চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান জানান, চোপড়ার লক্ষীপুর এলাকার বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু লকডাউনের কারনে আমরা তাদেরকে এই মুহূর্তে বুঝিয়ে রেখেছি। কিন্তু আজ হঠাৎ করে লক্ষীপুর থেকে পাঁচ ছয় জন স্বেচ্ছায় আমাদের দলে যোগদান করল। চোপড়ার চুটিয়াখোর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দেন।