দুঃসাহসিক ডাকাতির দরুন চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া জুড়ে
নিজস্ব সংবাদদাতা, চোপড়া :বুধবার রাত্রে চোপড়ার হাপতিয়া গছ অঞ্চলের ধূমডাঙ্গীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ,ধূমডাঙ্গী গ্রামের বাসিন্দা মনি শঙ্কর দাস এর বাড়িতে আনুমানিক ১০ -১২ ° জনের একটি ডাকাত দল রাত প্রায় সোয়া বারোটা নাগাদ ঘরে ঢোকে আনুমানিক ১২০ গ্রাম সোনার অলংকার সহ রঙ্গিন টি,ভি, মোবাইল কম্পিউটার ও নগদ পনেরো হাজার টাকা নিয়ে চার চাকা গাড়িতে করে পালীয়ে যায় ডাকাত দল। এছাড়াও যাওয়ার সময় বাইরে থেকে গেট বন্ধ করে দিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণ চোপড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মনি শঙ্কর দাস।