দেশের প্রথম আদিবাসী উপাচার্য সোনা ঝরিয়া মিনজ

জগদা রায়ঃ
দেশের প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে যোগ দিলেন সোনা ঝরিয়া মিন্জ। ঝাড়খন্ডের সিধো কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন তিনি। একজন মহিলা তাও আদিবাসী হিসেবে দেশের মধ্যে প্রথম উপাচার্য হলেন তিনি। আচার্য দ্রৌপদী মুর্মু তাকে সিধো কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন। এর আগে তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কম্পিউটার এবং সিস্টেম সায়েন্স বিভাগের অধ্যাপিকা ছিলেন। সোনা ঝরিয়া মিন্জের বাবা ছিলেন নিজেও একজন ভাষাবিদ। আদিবাসী সমাজের অন্যতম সংস্কারকও বলা হয় তার বাবা লুথেরান বিশপ ইমেরিটাস নির্মল মিন্জকে। নির্মল মিন্জ রাঁচির গসনার কলেজের প্রতিষ্ঠাতা। তিনি আদিবাসী ওরাওঁ সম্প্রদায়ের কুদুখ ভাষা শিক্ষাদান করেন। কুদুখ ভাষা চর্চা ও উন্নয়নের জন্য নির্মল মিন্জ ২০১৬ সালে ভাষা সন্মান লাভ করেন। এমন একজনের কন্যা দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে উপাচার্য পদে যোগ দেওয়ায় খুশির হাওয়া বইছে শিক্ষা মহলে। সোনা ঝরিয়া মিন্জ দিল্লির জন্য জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও চেন্নাই-এর তাম্বেরনের মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে পড়াশোনা করেছেন। তিনি গণিতে এমএসসি করেন। পরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে এম ফিল ও পিএইচডি করেন। বৃহস্পতিবার তিনি ঝাড়খন্ডের সচিবালয় থেকে নিয়োগপত্র পান। লকডাউনে রাঁচির বাড়িতেই তিনি এই নিয়োগপত্র পান বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *