পুলিশি অভিযানে নিশিগঞ্জে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা,২৯ মে: গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা নিশিগঞ্জের মানাবাড়িতে উদ্ধার হলো ১০২ কেজি গাঁজা। উদ্ধার করে নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ এবং দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত দুজনের বাড়ি বিহার বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অসম থেকে বিহার উদ্দেশ্যে একটি ট্রাক যাচ্ছিল, সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মানাবাড়িতে আটক করে এবং তল্লাশির পর ১০২ কেজি গাঁজা উদ্ধার করে এবং ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নিদির্ষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।