কর্মজীবন থেকে অবসর নেওয়ায় সংবর্ধনা গ্রাম পঞ্চায়েতের
সুবল গোপ, চোপড়া,২৯মে:- লকডাউনের মধ্যে বিশাদ গারে কর্মজীবন থেকে বিদায় নিলেন চোপড়া ব্লকের ৮নম্বর মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ সুভাষ চন্দ্র কুন্ডু। শুক্রবার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত হল ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্প স্তবক এবং উপহার সামগ্রী দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। পুষ্প স্তবক দিয়ে তাকে সংবর্ধনা জানান, পঞ্চায়েত সচিব তপন সিনহা,প্রধান শহর বানু, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, পঞ্চায়েত সমিতির সদস্যা আসমত আরা বেগম । সুভাষ বাবু জানান, তিনি বিগত ১৯৮১সালে ইসলামপুর ব্লকের গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতে চাকরি জীবন শুরু করেন। তারপর ২০১৪ তে গোয়ালপোখরে বদলি হয়। এরপর ডিসেম্বর ২০১৫ সালে চোপড়া ব্লকের ৮নম্বর মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ পদে দায়িত্ব ভার গ্রহণ করেন। এরপর টানা চার বছর পাঁচ মাস মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতে কার্যভার সামলে এদিন অবসর গ্রহণ করেন। যদিও তার অবসরের দিন ছিল ৩১মে ২০২০ পর্যন্ত। কিন্তু ৩১তারিখ রবিবার থাকার কারণে পঞ্চায়েতের পক্ষ থেকে আজ ২৯ মে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। প্রত্যেকে তার অবসর জীবনের মঙ্গল কামনা করেন।