পুলিশের সহযোগিতায় কর্মীরা আসলেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২৯ মে: পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে গ্রাম পঞ্চায়েত অফিসে আসলেন মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীরা। গত ২৭ মে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর সহ কর্মীদের মারধর করেন বিজেপির একাংশ কর্মী বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতারা। সেই পরিপ্রেক্ষিতে গতকাল গ্রাম পঞ্চায়েত অফিসে অঘোষিত ছুটি থাকে। কিন্তু শুক্রবার নয়ারহাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েতের সকল কর্মচারীরা আসেন। এক্সিকিউটিভ জয়ন্ত রায় বসুনীয়া জানান আজ অফিসে নির্বিঘ্নে কাজ হয়েছে এবং অফিসের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। নয়ারহাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের থেকে জানা গেছে, এদিন গ্রাম পঞ্চায়েত দপ্তরে পুলিশি নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।