২৫০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন নন্দলাল সরকার সোশ্যাল অ্যাক্টিভ সংস্থা
বিদ্যুৎ কান্তি বর্মন ,সিঙ্গিজানি,৩১মে: দেশজুড়ে চলা লকডাউন এ সব সময় গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিভিন্নভাবে সাহায্য করে চলছেন মাথাভাঙা ২ নং ব্লকের রামঠেঙ্গা নন্দলাল সরকার সোশ্যাল অ্যাক্টিভ সংস্থা এমন টাই জানালেন এলাকাবাসী।অনেকে এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।
সংস্থার চেয়ারম্যান নন্দলাল সরকার জানান সেবা ভারতীর স্বক্রিয় উদ্যোগ ও নন্দলাল সরকার সোশ্যাল অ্যাক্টিভ সংস্থা ব্যবস্থায় আজ চ্যাংড়াবান্দা বাজার মাঠে সামাজিক দুরত্ব মেনে আমরা প্রায় ২৫০টি পরিবারে হাতে খাদ্য সামগ্রিক তুলে দিলাম। আমরা প্রতিদিনই এরকম করে সোশ্যাল ডিস্টেন্স মেনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিলি করছি কিন্তু কখনো অনেক এলাকায় দুস্থ পরিবার বেশি থাকায় আমরা এভাবেই সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিলি করছি।