জেলায় করোনা আক্রান্তের খবর পেয়েই অনির্দিষ্ট কালের জন্য ঘোকসাডাঙ্গা হাট বন্ধ করলো ব্যবসায়ী সমিতি
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,৩১ মে: করোনার করাল গ্রাসে স্তব্ধ পৃথিবী সেই । সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ভারত তথা পশ্চিমবঙ্গেও। এত দিন পর্যন্ত কুচবিহার জেলা গ্রীন জোনে ছিল। কিন্তু কয়েকদিন আগে একদিনে ৩২ জনের দেহে মিলেছে কোভিট ১৯ তারপর এদিন আরো ৩৭ জনের দেহে মিলেছে । এ খবর জানার পর ঘোকসাডাঙ্গা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইক যোগে প্রচার করে সাপ্তাহিক হাট স্থগিত করা হয়েছে বলে জানা যায়। এ ছাড়াও সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত দোকান খোলা থাকবে বলেও ব্যবসায়ী সমিতির তরফে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, লক ডাউন শুরু থেকে ঘোকসাডাঙ্গা বাজারে কোনো রকম সামাজিক দূরত্ব মানছিল না সাধারণ মানুষ। অনেকে আবার মাস্ক না পরেই আসত বাজার করতে । তাই নিজেকে তথা ঘোকসাডাঙ্গা এলাকায় যাতে কোনো ভাবে কেউ সংক্রমিত হতে না পারে তাই ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ বলে জানা যায়। এ বিষয়ে ঘোকসাডাঙ্গা বাজার কমিটির সম্পাদক মানিক চন্দ্র দে জানান বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাই আমরা এক জরুরি বৈঠকে বসে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।এখানে বৃহস্পতিবার ও রবিবার দুই দিন সাপ্তাহিক হাট হত।লকডাউন শুরু হওয়ার কিছু দিন পর থেকেই বৃহস্পতিবারের হাট স্থগিত করে শুধু রবিবার হাট বসতো।হাটে সোশ্যাল ডিস্টেন্স মেনে কেনাকাটা করছেন না কেউই।তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যতদিন পর্যন্ত পরবর্তী ঘোষণা না হয় ততদিন পর্যন্ত হাট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগে যেমন ঘোকসাডাঙ্গা বাজারে সব দোকান পাট বিকাল ৪ টা পর্যন্ত খোলা ছিল।আগামী কাল অর্থাৎ সোমবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে।পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে সব দোকান বন্ধ রাখার কথাও ভাবা হচ্ছে বলে জানান।এদিন মাইক যোগে প্রচার করে ক্রেতা বিক্রেতা দের জানিয়ে দেওয়া হয়েছে। । এলাকার অনেক সমাজ সচেতন মানুষ ব্যবসায়ী সমিতির এ হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ব্লকের অন্যান্য কয়েকটি বাজরেও একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কুশিয়ার বাড়ী বাজারে এখন থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে দুপুর ১২ পর্যন্ত দোকান খোলা থাকবে এবং কেউ মাস্ক না পড়ে থাকলে জিনিস কিনতে পারবে না বলে জানান কুশিয়ার বাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রমেন রায়।