১০০ দিনের কাজ শুরু হৈছে শিকারপুরত
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৩ জুন:সামাজিক দূরত্ব মানি আর মুকত মাস্ক পিন্দি ১০০ দিনের কাজ শুরু হৈছে মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের শিকারপুর অঞ্চলের গাদেলের কুঠি গেরামের ৫ এর ৮০/৮১ নাম্বার বুথত। সুপারভাইজার আবু বক্কর সিদ্দিক কন সামাজিক দুরত্ব মানি আর মুকত মাস্ক পিন্দিয়া ১৫০ ঝন শ্রমিকক নিয়া ১০০ দিনের কাজ শুরু হৈছে আর এই কাজ টা ১৪ দিন হবে বুলি কন। লক ডাউনত কাজ পায়া খুশি গরিব মানষিলা।