গছ গাড়িল ঠাকুর পঞ্চানন ওয়েলফেয়ার সোসাইটি
মানিক বর্মন, তুফানগঞ্জ: তুফানগঞ্জ ১ নাম্বার ব্লকের অন্তর্গত নানাবাড়ি এলাকাত ঠাকুর পঞ্চানন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থাকি ৫০ টা গছ গাড়িল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষত সাধারণ মানষির হাতত গছো তুলি দিছে বুলি জানা গেইচে সংগঠনের পক্ষ থাকি।