করোনা মোকাবিলায় কুসংস্কার অবলম্বন একাংশ মানুষের
নিউজ ডেস্ক, কোচবিহার: করোনা মোকাবিলায় এবার কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গ্রামের মহিলারা মিলে করোনা পূজো করলেন। ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের ডোডেয়ার হাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন স্থানীয় মহিলারা মিলে করোনা মোকাবিলার জন্য মরা তোর্সা নদীর পাড়ে করোনা নামক দেবতার পূজো করলেন। পূজোর উদ্যোক্তা মীনা কুমারী পাণ্ডে, রুমা সরকার, টুকু দাসরা জানান আমাদের বিশ্বাস নদীর তীরে এই পুজো করলে দেশ থেকে ভয়ঙ্কর করোনা ভাইরাসের মহামারী দূর হবে। মীনা দেবি বলেন বিহার থেকে তাঁর বাপের বাড়ির লোকজন ফোন করে এই পুজো করতে বলেন। তাঁদের বিশ্বাস এই পূজা করলে মাটি ঠান্ডা হবে এবং তাতে পুরো জগৎ ঠাণ্ডা হবে। এরপরেই দেশে শান্তি বিরাজ করবে। তাঁরা আরও বলেন, আগে দেশে এত মহামারী, এত ঘন ঘন ঝড় হত না। কিন্তু এখন কেন এসব হচ্ছে তা তারা জানেন না। তাই তাদের মনের বিশ্বাস যে এই পূজো করলে হয়তো এসব থেকে রেহাই পাওয়া যাবে। ৯ টি করে লাড্ডু, লং, লাল জবাফুল, মোম, ধূপকাঠি ও গুড় দিয়ে এই পূজো করেন তাঁরা। তারপর তাঁরা বাড়িতে গিয়েও বাড়ির মন্দিরে পুজো দেন।