মাথাভাঙ্গা ২ ব্লকে কিষান ক্রেডিট কার্ড প্রদান এবং কৃষি ঋণ প্রদানের প্রক্রিয়া শুরু ৮ ই জুন থেকে

পরিমল বর্মন,ঘোকসাডাঙ্গা,৬ জুন : করোনার করাল গ্রাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশ জুড়ে চলছে লক ডাউন। এই লক ডাউনে অনেক কৃষক দারুন ক্ষতির মুখে পড়েছেন। আর কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের ব্যাংক ঋণ প্রদানের চেষ্টা করছেন কৃষি দপ্তর।আর যে সকল কৃষকের কিষান ক্রেডিট কার্ড নেই তাদের কিষান ক্রেডিট কার্ড করে লোন প্রদানের জন্য ফর্ম ফিলাপের কাজ শুরু হচ্ছে সোমবার থেকে মাথাভাঙ্গা ২ ব্লক জুড়ে। মাথাভাঙ্গা ২ ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে,শুধু মাত্র বর্ষার মরশুমে মাথাভাঙ্গা ২ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক কৃষকদের জন্য প্রায় ৩৮ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যে মাত্রা নিয়েছে ব্লক কৃষি দপ্তর। এই মরশুমে ব্লকের প্রায় ১৮ হাজার কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড করানোর লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে বলেও ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা যায়। আর যে সকল কৃষকের কিষান ক্রেডিট কার্ড নেই তারা আগামী সোমবার থেকে আবেদন জমা দিতে পারবেন ব্লক কৃষি দপ্তরে। এ ছাড়াও ব্লকের বিভিন্ন জায়গায় বিশেষ কয়েকটি ব্যাংকে এই সংক্রান্ত বিশেষ ক্যাম্প করা হবে যাতে কৃষকরা সহজেই তাদের কিষান ক্রেডিট কার্ড বানাতে পারেন। এই প্রক্রিয়া চলবে ১৫ ই জুন পর্যন্ত। কিষান ক্রেডিট প্রদানের পর সেই সকল কৃষকদের স্বল্প সুদে বিশেষ ঋণ প্রদান করা হবে বার্ষিক ৭% হারে। এ ছাড়াও যে সকল কৃষক নির্দিষ্ট সময়ে লোন পরিশোধ করতে পারবেন তারা ৩% সুদ মুকুব পাবে নিজেদের একাউন্টে বলেও ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা যায়। এ বিষয়ে ব্লক কৃষি সহ অধিকর্তা মলয় কুমার মন্ডল বলেন, আমরা আমাদের ব্লকের কৃষকদের স্বার্থে শুধু মাত্র খারিফ ফসলের জন্য ৩৮ কোটি টাকা লোন বরাদ্দ করতে পেরেছি। আগামী সোমবার থেকে কৃষক বন্ধুরা ব্লক কৃষি দপ্তর এছাড়া ব্লকের ১০ টি ব্যাংকে বিশেষ ক্যাম্প বসানো হবে সেখানে আবেদন করলে কিষান ক্রেডিট কার্ড প্রদানের পাশাপাশি নিয়ম মেনে সাধ্য মত ব্যাংক ঋণ নিতে পারবেন। এই প্রক্রিয়া ১৫ই জুন পর্যন্ত চলবে বলেও জানান মলয় বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *