করোনা মোকাবিলায় গঠিত হলো টাস্কফোর্স
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ ৭ জুনঃ করোনা মোকাবিলায় বেলাকোবায় গঠিত হল টাস্কফোর্স।টাস্কফোর্সের বিশেষ মিটিংও অনুষ্ঠিত হলো এদিন। এই বৈঠকেই করোনা মোকাবিলায় সচেতনতা বাড়াতে টাস্কফোর্স কি কি কর্মসূচি নেবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি সদর সার্কেল সিআই দীপোজ্জল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেশাং লামা। করোনা নিয়ে টাক্সফোর্স কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক খগেশ্বর রায়, সি আই জলপাইগুড়ি সদর দীপোজ্জল ভৌমিক প্রমুখ।
অন্যদিকে রবিবার রাজগঞ্জ বিডিও অফিসে বিডিওর চেম্বারে অনুষ্ঠিত হলো কনটেইনমেন্ট জোন কিভাবে তৈরি করা হবে এবং তার নিয়ম কানুন কি হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সভা। এখানে জলপাইগুড়ি জেলা সদর থেকে আসা করোনার বিশেষ আধিকারিক উপস্থিত ছিলেন। এছাড়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও এনসি শেরপা, জলপাইগুড়ি সদর সার্কেল সি আই দীপোজ্জল ভৌমিক, বেলাকোবা ফাঁড়ির ওসি সুব্রত সাহা প্রমুখ।