আবার চালু হবে বাংলার গর্ব মমতা কর্মসূচি
বিধাননগর ৮ জুন: ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হল ঘরে প্রেস মিট করলেন তৃণমূল কংগ্রেসের ফাঁসিদেওয়া বিধানসভার কো-অর্ডিনেটর ছোটন কিস্কু । প্রেস মিটে তিনি বলেন, লকডাউনে মানুষের পাশে বিভিন্ন রকম ভাবে সহায়তা করেছেন। আজ থেকে আবার বাংলার গর্ব মমতা কর্মসূচি শুরু হলো। প্রেস মিটে উপস্থিত ছিলেন ছোটন কিস্কু, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ ও অনান্যরা।