সাংবাদিকদের হাতে স্যানিটাইজার, মাক্স, হ্যান্ড গ্লাভস তুলে দিলেন তৃনমূল কংগ্রেস
তুফানগঞ্জ,মানিক বর্মন: তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বারোকোদালি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃনমৃল কংগ্রেস পক্ষ থেকে সাংবাদিক দের স্যানিটাইজার, মাক্স, হ্যান্ড গ্লাভস দিলেন । তুফানগঞ্জ মহকুমার সাংবাদিক দের ৩০ জন সাংবাদিক দের হাতে তুলে দিলেন । করোনার মহামারির জন্য সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুকি নিয়ে খবর পরিবেশন করে চলেছে । তৃনমৃল কংগ্রেস তুফানগঞ্জ বিধানসভার কো-কনভেনার সুরেশ বর্মন জানান এটা অামাদের ক্ষুদ্র প্রচেষ্টা।